হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস ক্যান্সার আক্রান্ত ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্রী বিথীসহ ১শ ১৯ জনের ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। ৪০ জনের চৌকস টীম ২৪ ঘন্টা প্রস্তুত অক্সিজেন সেবায়।
স্রষ্টার এবাদত সৃষ্টির সেবার ব্রতনিয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২৪ ঘন্টা অক্সিজেন সেবার পাশাপাশি মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা অব্যাহত রেখেছে। গত জুন মাসের ২২ তারিখে এক অনাড়ম্বর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সেই থেকে উপজেলার ১২ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডে করোনা রোগী ও করোনা উপসর্গে শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাশাপাশি হার্ড, স্ট্রোক ও ক্যানসার রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে চলেছে। তারা উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ভ্যানচালক আবু হাসান বাবুল এর মেয়ে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী আফরিণ হাসান বিথীকে দিনেরাতে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছে ২৩ জুন ২০২১ তারিখ থেকে।
এমনিভাবে শনিবার (১০ জুলাই) পর্যন্ত ১শ ১৯ জন রোগীকে অক্সিজেন সেবা দিয়েছেন। কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী ইশারাত আলী এ প্রতিনিধিকে জানান, বর্তমানে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসে ৫.৯ অক্সিজেন সিলিন্ডার ২০টি, ১.৯ অক্সিজেন সিলেন্ডার ১৬টি, নেবুলাইজার ৪টি, অক্সিমিটার ৪টিসহ আনুষঙ্গীক তৌজিষপত্র রয়েছে। রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খ্যাতিমান চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত চল্লিশজন স্বেচ্ছাসেবী।
কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর উপ সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল জানান, স্বেচ্ছাসেবী এ সংগঠনটির চৌকস টীম হটলাইনে রোগীর স্বজনদের মাধ্যমে ফোনকল পেলেই ছুটে চলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এটীমে পর্যাপ্ত জনবলের পাশাপাশি রয়েছে খানা মটর সাইকেল। ধনী গরীব, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সেবার ক্ষেত্রে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবীদের চোখে সকলেই সমান।
বর্তমান এ সংগঠনটি উপজেলা শ্রীকলা হাইস্কুলের পৃথক তিনটি রুম থেকে সেবামুলক একাজটি করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন মসজিদ, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, বিজয় নিউজ, বিভিন্ন এনজিও, সংস্থাসহ গুরুত্বপূর্ণ স্থানে ও হাটে বাজারে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রায় ত্রিশ হাজার সার্সিকেল মাক্স বিতরণ করা হয়েছে। সমাজের গুটিকয়েক দানশীল ও মানবতার ফেরিওয়ালা সবুজ মনের ব্যাক্তিদের ঐকান্তিক চেষ্টায় এসেবামূলক কার্যক্রম চলমান আছে। যতোদিন মহামারী করোনার মরণ ছোবল থাকবে ততোদিন ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চলমান থাকবে।