হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার (৬ আগস্ট) ভোর ৫ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত গঞ্জর আলী সরদারের ছেলে ও কালিগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমানের পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ও পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা সমবায় কর্মকর্তা তৈয়েবুর রহমান ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব আব্দুল গফফার, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, শিক্ষক মনিরুজ্জামান, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল গফফার মন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরবর্তীতে জুমা’আ বাদ মৌখালী জামে মসজিদে মাওলানা আব্দুল হামিদের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের ক্যাপ্টেন মাহাফুজ আলম বেগ ও মেজর লিয়াকত আলীর অধীনে কুলিয়া, উকশা, দুদলি ও খুলনার দৌলতপুরের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।