হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে “সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে” আইন শৃঙ্খলা কমিটির সভা অনুঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
এছাড়া গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিজেপির কর্মকর্তা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।