হাফিজুর রহমান শিমুল : উন্নয়ন সংগঠন অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের সেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী বিভাগ এর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলনকক্ষে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সামাজিক উদ্যোগ ফোরাম এর সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ বলেন কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি অফিসের উপ- সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কৃষকদের যে কোনো বিষয়ে কৃষি কাজে পরামর্শ দিচ্ছি।
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে কৃষি বিভাগ সহযোগিতা করছে। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, অগ্রগতি সংস্থা কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিক আল সাবাহ, উপজেলার সামাজিক উদ্যোগ ফোরাম এর সদস্য বৃন্দ, কৃষক, সরকারী কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকাল ১১ টায় উপজেলার সামাজিক উদ্যোগ ফোরামের ত্রৈ মাসিক সভা অগ্রগতি সংস্থা কালিগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলার সামাজিক উদ্যোগ ফোরাম এর উপজেলা সভাপতি সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার উপজেলা সমন্বয়কারী আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেখ আনোয়ার হোসেন, মনজুর হোসেন, আশেক মেহেদী, মোকসেদ আলী, কনিকা সরকার, এম হাফিজুর রহমান শিমুল, এস এম আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ। সভায় তিন মাসে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।