কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে ঘটনার সাথে চোরকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে (৮ জুলাই) মাদক চোরাচালান চক্রের একটি দল বস্তায় করে ফেন্সিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান ও সহকারী উপ -পরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার পূর্ব নলতা এলাকায় মাদক বিরোধী অভিযানে নামেন।
এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে মাদক চোরাচালানীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তার ভিতর থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় উপ-পরিদর্শক ওহিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ৮)।