কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ৬০ বোতল ফেনসিডিলসহ রজব আলী গাজী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুইলপুর গ্রামের মনজুর আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানাযায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক বুলবুল কবিরের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক জাফর ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে নলতা শরীফের নিকটস্থ পশ্চিম নলতা পাকা রাস্তার উপর থেকে আসামীর কাছে থাকা ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।