কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ (৮৬) আর নেই।
তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরের বাজারগ্রামে অবস্থিত নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্জ্ব মহিউদ্দীন আহম্মেদ কালিগঞ্জ থানা জামে মসজিদ কমিটির সেক্রেটারী হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা পপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। শুক্রবার (১৮ জুন) বাদ আসর জানাজা নামাজ শেষে থানা মসজিদ প্রাঙ্গনে পিতা দানবীর খ্যাত আলহাজ্জ্ব মুন্সী আহমদ আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সিনিয়র সাংবাদিক আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন।
এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ।