এম হাফিজুর রহমান শিমুল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সেক্রেটারী নাজমুল হাসান নাঈম কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান নাহিদ বলেন আমি এলাকার উন্নয়নে ও জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তি পূর্ণভাবে নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমি বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে অবহেলিত ভাড়াশিমলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
মতবিনিময় সভাটি কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।