হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার বাসটার্মিনালে মেসার্স বিসমিল্লাহ অটো পার্টসের দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালিক কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের হারিছ আলীর পুত্র সরোয়ার হোসেন।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায় দোকান মালিক। ২৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১টার দিকে দোকানে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে দোকানে এসে দেখতে পায় দাও দাও করে তার মেসার্স বিসমিল্লাহ মটরস দোকানে আগুন জ্বলছে।

ধারণা করছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন ব্যাপক আকারে জ্বলতে থাকলে কালিগঞ্জ বাস টার্মিনালের শ্রমিকরা আগুন নেভানোর জন্য কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর ফলে আশেপাশে বসবাসকারী আবাসিক ভবন এবং দোকানের পাশে অন্য ব্যবসায়ীদের দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। কিন্তু ততক্ষণে শেখ সরোয়ার হোসেনের মেসার্স বিসমিল্লাহ মটরস এর সমুদয় মালামাল পার্ট, মবিল সহ বিভিন্ন মোটর পার্টস পুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে রাতে আগুন লাগার ঘটনা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, ভাড়াশিমলা ইউ‌পি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণপদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বাস শ্রমিক ও গ্রামের লোকজন প্রত্যক্ষ করেন। দোকানের পরিচালক নাজমুল হোসেন এ প্রতিনিধিকে জানান, দোকানের মালামালের সাথে তার ক্যাশবাক্স থাকা নগদ অর্থ এবং বকেয়ার হিসাবের খাতা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে ব্যবসা করে আসছিল সে। তবে আগুন লাগার ঘটনাটি কেউ বলতে না পারলেও ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। সকালে আগুন লাগার স্থানের সার্বিক খোঁজখবর নিতে আসেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, দোকানের মালিক শেখ সরোয়ার হোসেন সহ স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *