করোনা মহামারীকালে আলিপুর নাথপাড়াস্থ প্রস্তাবিত কালিপদ-সুবর্না চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে মেডিসিন বিশষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষের পৈত্রিক ভিটা ও তৎসংলগ্ন এলাকায় মাস্ক বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করা হয়. করোনা মহামারী মোকাবেলায় মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং মহামারী করোনা বিষয়ে সচেতন করা হয়।
উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি মেডিসিন বিশষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সুজয় কুমার ঘোষ দীপক, মৃত্যুঞ্জয় ঘোষ, মৃন্ময় ঘোষ, মহেশ^র ঘোষ, ভৈরব ঘোষ, সত্যব্রত ঘোষ প্রমুখ।
এই কর্মসূচীর উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ জানান, আমার পিতা কালিপদ ঘোষ এবং -মাতা সুবর্না রাণী ঘোষের নামে প্রস্তাবিত কালিপদ-সুবর্না চ্যারিটেবল ট্রাস্টেও মাধ্যমে জনস্বার্থে এইরুপ কর্মসূচী সারাবছরই চলমান থাকবে। আসুন সবাই করোনার টিকা গ্রহণ করি, মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং করোনা মোকাবেলা করি। আমরা নিজে বাঁচি, অপরকে বাঁচাই এবং বাংলাদেশ ও বিশ^কে করোনামুক্ত করতে একে অপরকে সহযোগীতা করি।