সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ’র মেজ ভগ্নিপতি সিরাজুল ইসলাম মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার (১৯ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বেলেডাঙা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুরপূর্বে তিনি পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কুয়েত প্রবাসী দুই পুত্র ও এক কন্যাসন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুনাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন বাবু ও সদস্য সচিব অসীম কুমার বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি