সাতক্ষীরা প্রেসক্লাবের ৭ বারের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮ টায় দৈনিক কালের চিত্র পত্রিকার অফিসে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মুনসুর রহমান, সহ-সভাপতি মো. নিয়াজ ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মো. আশিক সরদার, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বায়েজীদ হাসান, দপ্তর সম্পাদক মিলন কুমার বিশ্বাস, সদস্য নাহিদ হাসান লিটু, ওমর ফারুক রনি, মো. মোতালেব সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় কালের সাতক্ষীরা প্রেসক্লাবের ৭ বারের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের মঙ্গল কামনা করেন। এবং সকল ভেদাভেদ ভুলে প্রিন্ট ও অনলাইন ভিক্তিক অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগঠিত করে জনকল্যানে কাজ করার আহবান জানান।