স্টাফ রিপোর্টার : কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের শ্রমিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারী) সাতক্ষীরা সদরের কুখরালী আমতলায় কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে মোরগ লড়াই, গাছে ওঠা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরা, দাবা, কেরাম বোডসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধায় কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার হল রুমে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুখরালী রং শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবু ছাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ, কুখরালী রং শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন দপ্তর সম্পাদক আবুল কালাম, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, হাফিজুল ইসলাম প্রমুখ।