দেবহাটা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহস্রাধিক মোটরবাইক ও কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন ব্যাপী মোটর শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছাদুল হক।
তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। বুধবার বিকেলে কুলিয়া শহীদ মিনার চত্বর থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্বতষ্ফূর্ত অংশগ্রহনে মোটর শোভাযাত্রাটি বের হয়ে ইউনিয়নের প্রত্যেকটি এলাকা প্রদক্ষিন করে।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।