দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭মার্চ) বিকাল ৫টায় কুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন।
এছাড়া আওয়ামী লীগ নেতা শামছুদ্দোহা, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রাণী, ইউপি সদস্য মোশারাফ হোসেন, শাসছুজ্জামান ময়না, গোলাম রব্বানী, মো: জুয়েল, বিধান, প্রেম কুমারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।