মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : রোববার সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

এবারের নির্বাচনে প্রশাসন থেকে শুরু করে সকলের দৃষ্টি ছিল কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে। ওই ইউনিয়নে প্রতিদ্বন্দীতায় ছিলেন সেখানকার টানা ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোড়া প্রতীকের প্রার্থী আছাদুল হক, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল ইসলাম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী প্রাননাথ দাশ।

গেল কয়েকমাস ধরে নির্বাচন ঘিরে কুলিয়া ইউনিয়নে মুখোমুখি অবস্থানে ছিলেন দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আছাদুল হক এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল ইসলাম।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুমুল জনপ্রিয়তা ও জনসমর্থন পেয়ে রোববারের নির্বাচনে জয়ী হয়েছেন আছাদুল হক। দলের জন্য অবর্ণনীয় অবদান রাখা স্বত্বেও দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে আছাদুল হক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে রীতিমতো অবিচার পেলেও, নির্বাচনে তাকে ভোট দিয়ে তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

এলাকা ভিত্তিক তথ্যানুযায়ী ঘোড়া প্রতীক নিয়ে আছাদুল হক ৮,৫৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আসাদুল ইসলাম ৭,৯০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

আছাদুল হক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তার কর্মী-সমর্থকসহ কুলিয়া ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *