দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিশান গাইনের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে উক্ত বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা বাঙালি জাতির কল্যানে কাজ করেছে, যখনই মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই জঙ্গিবাদ উগ্রবাদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিরালস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নিবেদিত সৈনিকেরা সবসময় রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় কুলিয়ার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুহুল মন্ডল, সাধারন সম্পাদক জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা শামিম ইয়াসার, সৌমিক, রাকেশ ও নাঈম সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।