মুরশিদ আলম : আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর ভায়া বাঁকা সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহি বাস, ট্রাক, পিকআপসহ মালবাহী গাড়ি চলাচল করে থাকে।

বিভিন্ন যানবাহনে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনির দক্ষিণ অঞ্চলে যাতায়াত করে থাকে মানুষ। সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর যাবৎ বেহাল অবস্থার সৃষ্টি হলেও যথাযথ সংস্কার কাজ না করায় ভোগান্তির অবসান ঘটেনি।

কুল্যার মোড়, গুনাকরকাটি বাজার, বাহাদুরপুর কচুয়া মোড়, কাদাকাটি হাজিরহাট, কাদাকাটি ব্রিজসহ বিভিন্ন স্থানে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এসব স্থানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

কাদাকাটি বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, প্রতিদিন বুধহাটা ও সাতক্ষীরা থেকে কাঁচামাল নিয়ে বাজারে বিক্রয় করে থাকে অনেক ব্যবসায়ী। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় পরিবহর খরচ বেড়ে যাওয়ায় মালের মূল্য বেড়ে যায়। এতে খরিদ্দারদের মন সন্তুষ্ট করা যায় না।

নারায়ন চন্দ্র দাস বলেন, আমি একজন মৎস্য ব্যবসায়ী, প্রতিদিন কাদাকাটি মৎস্য সেট থেকে মাছ কিনে মহেশ্বরকাটি মৎস্য সেটে নিয়ে যাই। রাস্তার দুরাবস্থার কারনে খুবই অসুবিধায় পড়তে হয়। সড়কটি সংস্কারের জন্য এলাকার মানুষ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *