নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ঝাল মিষ্টি সহ ৩০ রকমের মিষ্টি নিয়ে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে মৌবন সুইটস। সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পাশে ফিতা কেটে মৌবন সুইটস এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগর, যুবলীগ নেতা কামরুল ইসলাম, মৌবন সুইটস এর স্বত্বাধিকারী মো: দেলোওয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মৌবন সুইটস এর স্বত্বাধিকারী মো: দেলোওয়ার হোসেন এর পিতা আবু বকর সিদ্দিক।
মৌবন সুইটস এর স্বত্বাধিকারী মো: দেলোওয়ার হোসেন বলেন, এখানে কুষ্টিয়ার ঐতিহ্যবাসী ঝাল মিষ্টি পাওয়া যাবে। এছাড়াও ৩০ রকমের মিষ্টি রয়েছে। এছাড়াও শহরের বাইপাস সড়কের ধারে তাদের আরো একটি শাখা রয়েছে।