স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র সাথে সাতক্ষীরা জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক কলারোয়ায় গ্রীষ্মকালিন টমেটো মাঠ পরিদর্শন শেষে বিকাল ৫টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
এসময় কৃষকলীগ নেতৃবৃন্দ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মনজুর হোসেন, বিএফএ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাফিজুর রহমান আলমগীর, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম সেলিম রেজা, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানউল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দীপ রায়, কলারোয়া পৌর কৃষকলীগের আহবায়ক আবু রোজা সাঈদ, কৃষকলীগ নেতা শহিদুল ইসলাম, জিল্লুর রহমান বাবলু, আসাদুজ্জামান প্রমুখ।