দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ
নেতা-কর্মীদের আয়োজনে ইউনিয়ন আ’লীগ নেতা ও চেয়ারম্যান পদ প্রার্থীদ্বয়ের বহিস্কার আদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা শেষে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুছ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মধু সূধন পাল ও আ’লীগ নেতা প্রভাষক আলতাফ হোসেনসহ আ’লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন হাবিল ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের জেলা আ’লীগ নেতৃবৃন্দ কতৃক বহিস্কার আদেশ প্রত্যাহার, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও অবাধ নিরপ্ক্ষেভাবে অনুষ্ঠানের জোর দাবী জানান।
সভা শেষে, সমাবেশ স্থলের উপস্থিতি সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে যেয়ে সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভুট্টোলাল গাইনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানা যায়।