সাংগঠনিক কাজে সাতক্ষীরা জেলায় সফররত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী নির্মল চ্যাটার্জীর সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক উপ-সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শ্রী সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শ্রী মিলন রায় এবং সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শ্রী রনজিত ঘোষ।
নির্মল চ্যাটার্জী করোনাকালে স্বাস্থ্যবিধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য মেনে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাতক্ষীরার সনাতন সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি করোনাকালে সনাতন জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রকার সহায়তা করার জন্য ডা. সুব্রত ঘোষসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এবং সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা নির্মল চ্যাটার্জীকে সাতক্ষীরা সফরের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।