স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম’র সাথে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দের উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, এমআর পরিবহনের পরিচালক শফিউল্লাহ প্রমুখ।