অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা ব্যাপী গত ২৪ ঘন্টায় আরো ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষা করা হয়েছে, ১৮৬ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সাতক্ষীরা জেলা বাসীকে স্বাস্থবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।