দেবহাটা প্রতিনিধি : শুক্রবার নির্বাচনী প্রতিক বরাদ্দ পেয়েছেন দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় অংশ নেয়া চেয়ারম্যান ও মেম্বর পদের ২৫৩ জন প্রার্থী।
প্রতিক বরাদ্দের পর থেকে পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কোমরপুরে নির্বাচন ঘিরে মেম্বর পদের প্রার্থীদের প্রচার প্রচারণায় রীতিমতো সাড়া পড়েছে এলাকায়। ভোটার ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও সমর্থন চাওয়ার পাশাপাশি নির্বাচন নিয়ে মতবিনিময়, গণসংযোগ, মোটর শোভাযাত্রা ও সভা-সমাবেশ করছেন বর্তমান মেম্বর ফুটবল প্রতিকের প্রার্থী আব্দুল আলিম ও সেখানকার সাবেক মেম্বর মোরগ প্রতিকের প্রার্থী লোকমান কবীর।
ভোটের নিয়মে প্রতিপক্ষ হলেও, একে অপরের সাথে সৌহাদ্য ও সম্প্রীতিপূর্ন সম্পর্ক রেখেই মেম্বর পদে প্রতিদ্বন্দিতা করছেন তারা প্রতিদ্বন্দিতা করছেন।
শুক্রবার নির্বাচনী প্রতিক বরাদ্দের সময়ও তাদের দুজনকে একসাথে দেখা যায় নির্বাচন অফিসারের কার্যালয়ে।
শুক্রবার নির্বাচনী প্রতিক বরাদ্দের সময়ও তাদের দুজনকে একসাথে দেখা যায় নির্বাচন অফিসারের কার্যালয়ে।
স্ব স্ব অবস্থান থেকে যার যার স্বপক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়া আব্দুল আলিম ও লোকমান কবির জনগনের রায়কে সর্বোাচ্চ প্রাধান্য দিচ্ছেন। ২৮ নভেম্বরের নির্বাচনে কোমরপুরের ভোটাররা ব্যালটের মাধ্যমে যে রায় দিবেন, সেটিই তারা উভয়ে মাথা পেতে নিয়ে দ্বিধাদ্বন্দ ভুলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন আব্দুল আলিম ও লোকমান কবীর।