স্টাফ রিপোর্টার : ক্যাবল টিভির ক্লিন ফিড জটিলতা কারনে সারা বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ থাকলেও বেশ কয়েকটি চ্যানেল চলছে সাতক্ষীরায় এমনি অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সাতক্ষীরা জেলায় বেশ কয়েকটি ক্যাবল টিভির হেডেইন বা কন্টোলরুম রয়েছে।
তার ভিতরে কাজী ফারুক হাসানের সাতক্ষীরা ভিশন ও মোশারফ হোসেনের স্টার ক্যাবল টিভি নেটওয়ার্ক। এই বৃহত্তর ক্যাবল টিভি নেটওয়ার্ক কোম্পানী ২টির জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডিস ক্যাবল সংযোগ রয়েছে। গ্রামের অধিকাংশ সাধারন মানুষ ভারতীয় স্টার জলসা, জি বাংলা, কালারস বাংলা, সনি আট, ইন্টার টেন চ্যানেল গুলোর সিরিয়াল ভক্তিতে হাবুডুবু খাচ্ছে। ক্লিন ফিড জটিলতায় সরকারী ভাবে এসব চ্যানেল গুলো বন্ধ রয়েছে।
স্টার ক্যাবল ও সাতক্ষীরা ভিশনের উভয়ের লাইন অধিকাংশ জায়গায় পাশাপাশি রয়েছে। স্টার ক্যাবল সরকারী নিদের্শনা মেনে সকল চ্যানেল সম্প্রচার বন্ধ রাখলেও সাতক্ষীরা ভিশন সেটা মানছে না। নির্দিষ্ট সময়ে ক্লিনফিড জটিলতাকৃত বেশ কয়েকটি চ্যানেল প্রচার করছে।
তার ভিতরে জি বাংলা, স্টার জলসা অন্যতম। একটি কোম্পানীসহ সকল কোম্পানী সরকারী নির্দেশনা বাস্তবায়ন করলেও করছে না সাতক্ষীরা ভিশন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে অন্যান্য ক্যাবল অপারেটরবৃন্দ।