নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে উভয় প্যানেলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৩ জন প্রার্থী।

এ সাধারণ নির্বাচনে ৪৪ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশু।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি ও মমতাজুল করিম ভুতো। নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক পদে আ.ম আখতারুজ্জামান মুকুল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইদ্রিস আলী বাবু পেয়েছেন ২০ ভোট।

সহ: সাধারণ সম্পাদক শেখ আসিফ কবীর হিরণ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার কবির হাসান দিপু পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর তাজুল ইসলাম রিপন ও আব্দুস সামাদ ২১ ভোট পাওয়ায় লটারীতে মীর তাজুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আখেরুজ্জামান তাপস পেয়েছেন ২১ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন শেখ রফিকুর রহমান লাল্টু (২৯ ভোট), মোঃ মহসীন আলী (২৭ ভোট), আল আমিন কবির চৌধুরী ডেভিড (২৪ ভোট), মো. লুৎফর রহমান সৈকত (২৪ ভোট), মোঃ জেহাদ হোসেন (২৩ ভোট), মোঃ সাইফুল হুদা খান তুহিন (২২ ভোট), মোঃ ফরহাদ হোসেন (২১ ভোট)।

সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো আ.ম আখতারুজ্জামান মুকুল নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *