নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের পালপাড়ায় প্রতিমা ভাংচুর হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় ওই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ রঞ্জন কুমার পালের সাথে কথা বলেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জন কুমার পালকে সার্বিকভাবে সহযোগীতা করবেন বলে জানান উপজেলা চেয়ারম্যান বাবু।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, আগরদাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ-সম্পাদক বাবু তাপস কুমার, হারুন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।