দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ভূমিহীন অধ্যুষিত জনপদ খলিশাখালিতে পারুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় খলিশাখালি ভূমিহীন পল্লীতে সর্বস্তরের মানুষের স্বতষ্ফূর্ত অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ভূমিহীনদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের কাছে বিভিন্ন দাবী উত্থাপন করে চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে এবারের নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারে আ.লীগের প্রার্থী সাইফুল ইসলামকে আশ্বস্ত করেন ভূমিহীনরা।

একইসাথে খলিশাখালিতে অবস্থানরত ভূমিহীনদের বিরুদ্ধে দখলচ্যুত প্রভাবশালীদের একের পর এক মামলা, হামলা, মারপিট ও ভূমিহীন জনপদে অগ্নিসংযোগসহ নানামূখী ষড়যন্ত্র এবং ভূমিহীনদের নিয়ে অপপ্রচারের নিন্দা জানান ভূমিহীন নেতারা।

এসময় ভূমিহীনদের চলমান আন্দোলন সংগ্রামে পাশে থেকে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য ভূমিহীনদের প্রতি আহ্বান জানান সাইফুল ইসলাম।

উক্ত নির্বাচনী সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, আ.লীগ নেতা মনতাজুর রহমান ময়না, আব্দুল আলিম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, খলিশাখালি ভূমিহীন

সংগ্রাম কমিটির উপদেষ্টা আবুল হোসেন, সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সুনীল স্বর্ণকার, ৯নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *