বিশেষ প্রতিনিধি, দেবহাটা : দেবহাটার অন্যতম ভূমিহীন পল্লী পারুলিয়ার খলিশাখালিতে ভূমিহীন সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা খলিশাখালি জনপদে এ সভা অনুষ্ঠিত হয়।
খলিশাখালি ভূমিহীন সংগ্রাম কমিটির উপদেষ্টা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সভাপতি আনারুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কমিটির সদস্য শরিফুল ইসলাম, আনিছুর রহমান, সুনীল স্বর্ণকার, নারী নেত্রী মমতাজ বেগম, এবাদুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।
এসময় খলিশাখালিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাতক্ষীরার ভূমিহীনদের পূণর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের সহযোগীতা চান ভূমিহীনরা। সভায় খলিশাখালিতে বসবাসকারি ও আন্দোলনরত শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।