নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার জি.ফুলবাড়ি দরগাহ্ শরীফে সুলতানুল আউলিয়া শাহ্ সুফি হযরত খাঁন আতিয়ূর রহমান (র.) এঁর ৩দিনব্যাপী ৪০তম বার্ষিক ওরছ শরীফ স্থগিত করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা বিবেচনার জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় খান আতিয়ুর রহমান আদর্শ মিশনের সভা কক্ষে কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ৪০তম বার্ষিক ওরছ শরীফ বাইরে থেকে আগত দোকানপাট ছাড়াই শুধুমাত্র মাহফিল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি এগিয়ে চললেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বৃদ্ধি পায়।
জরুরি সভায় সরকারি নির্দেশনার আলোকে সার্বিক দিক বিবেচনা করে জি.ফুলবাড়ী দরগাহ শরীফ (গোবরদাড়ী) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ৩দিনব্যাপী ৪০তম বার্ষিক ওরছ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।