চট্টগ্রাম, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শই আমাদের আদর্শ। এই আদর্শ নিয়ে আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

তা করতে গিয়ে আমাদের বাস্তবমুখী হয়ে নিজেদের কলাকৌশলে খাদ্য উৎপাদন আরো বাড়াতে হবে। এজন্য খাল, বিল, লেক, পুকুরে মাছের চাষ করতে হবে।

শনিবার ফতেয়াবাদ ঠান্ডাছড়ি রিসোর্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, চসিক সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর গাজী শফিউল আজিম, মো শাহেদ ইকবাল বাবু প্রমূখ।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষি ও মৎস্যবান্ধব নীতি গ্রহনের ফলে দেশে খাদ্য উৎপাদন অভ‚তপ‚র্ব উন্নয়ন হয়েছে। তিনি ঠান্ডাছড়ি রিসোর্টের জলাশয়ে পরিকল্পিতভাবে মাছ চাষের অভিব্যক্তি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *