জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এঁর পক্ষ হতে অসচ্ছল আনসার ও টিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে ২৯ আগস্ট রবিবার বিকাল ৩টায় খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি খুলনা জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সরকার কর্তৃক অর্পিত যেকোন দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদা খাতুন ও আনসার-ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি)