খুলনা, ২২ চৈত্র (০৫ এপ্রিল) : খুলনা জেলায় আজ (সোমবার) পর্যন্ত মোট এক লাখ ৬৭ হাজার পাঁচশত ৫৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার তিনশত ১২ এবং মহিলা ৬৮ হাজার দুইশত ৪১ জন।
তার মধ্যে আজ খুলনার ডুমুরিয়া উপজেলায় মোট দুইশত ১৯ জন কারোনা ভ্যাকসিন নিয়েছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ একশত ১৪ এবং মহিলা একশত পাঁচ জন।