স্টাফ রিপোর্টার : খুলনায় কাজী ফয়েজ মাহমুদ’র জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী ফয়েজ মাহমুদ’র জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১ লা মার্চ) দুপুর ১ টায় খুলনার চিত্রালী মার্কেটে দোয়া অনুষ্ঠান ও অসহায়, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, স্থানীয় যুবলীগ নেতা মাসুদ পারভেজ, চয়ন প্রমুখ।
এদিকে, খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী ফয়েজ মাহমুদ’র জন্মদিন উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।