খুলনায় নব নিযুক্ত সাথে সাক্ষাত করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। সোমবার সকাল ১০ টায় খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনার অফিসে এই সৌজন্য সাক্ষাত করেন ডা. সুব্রত ঘোষ।
তিনি সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নব নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনাকে সাতক্ষীরায় আমন্ত্রণ জানান। ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দের জীত সাগর সাতক্ষীরাবাসীকে শুভেচ্ছা জানান এবং তার ও তার পরিবারের সুস্থতায় প্রার্থনা কামনা করেন।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ পবিত্র সম্পর্ক রক্তের বন্ধন, আত্মার বন্ধন। এই বন্ধন ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হবে এটাই প্রত্যাশা।