খুলনা, ০৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর): বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ও ‘গ’ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সকল বিভাগের জন্য নির্ধারিত বিষয় ‘আমাদের সুন্দরবন’।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৬দ্ধ১১ ইঞ্চি সাইজের কাগজে রং পেন্সিল, পোস্টার রং, প্যাস্টেল রং ও জল রংসহ যে কোন মাধ্যমে ছবি আঁকা যাবে। ছবির পেছনে প্রতিযোগির নাম, ঠিকানা, শ্রেণি ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
কর্তৃপক্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কার্টিজ পেপার সরবরাহ করবে এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং অভিভাবকদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।