1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
November 13, 2024, 3:38 pm
Title :
পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে ওএমএস ডিলার পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সচেতনতামূলক কর্মসূচি কলারোয়ার কেঁড়াগাছি বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম আর নেই : সাবেক এমপি হাবিবের শোক কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন খুলনা নগরীর জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন প্রকাশিত সংবাদের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন

খুলনায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপডেট সময় Monday, November 29, 2021

ডেস্ক রিপোর্ট : খুলনায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/উন্নয়ন) মোঃ আব্দুররশিদ। সোমবার ২৯ নভেম্বর সকালে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্র্যাকের জেন্ডারজাস্টিস এবং ডাইভারসিটি কর্মসূচির আওতায় ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীর প্রশিক্ষন কক্ষে মেইনস্ট্রিমিং প্রকল্প অবহিতকরন সভায় অংশ গ্রহণের মধ্য দিয়ে দিন ব্যাপী ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শুরু করেন।

ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ) আবু সাঈদ-এঁর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন – খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মসুচির জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে। আরও বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) কেশব লাল গাইন সহ বিভিন্ন কর্মসুচির জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মূল প্রবন্ধ উপস্থাপন করে জেন্ডার জাস্টিস এবং ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মুনমুন নাহার বলেন, “ব্র্যাকনারী-পুরুষের মধ্যকার বৈষম্য দুর করে জেন্ডার সমতা আনয়নের জন্য সরকারের সহযোগী হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ব্র্যাকের জেন্ডারজাস্টিসএবং ডাইভারসিটি কর্মসূচি তার কার্যক্রমের নতুন কৌশল হিসাবে বাংলাদেশের সকল জেলায় জেন্ডার মেইনস্ট্রিমিং প্রকল্প হাতে নিয়েছে।

এই প্রকল্পে ব্র্যাক জেন্ডার জাস্টিস এবং ডাইভারসিটি কর্মসূচি ব্র্যাকের অন্যান্য সকল কর্মসূচির পার্টনার হিসাবে কাজ করবে। যেখানে অন্যান্য কর্মসূচি তাদের পরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়ন,পর্যবেক্ষন এবং মূল্যায়নসহ সকল ক্ষেত্রে নারী, পুরুষ এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অবস্থা ও অভিজ্ঞতাকে সর্বপ্রথম বিবেচনা করবে যা রাজনৈতিক,অর্থনেতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে সমতা আনয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।”

অবহিতকরন সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ব্র্যাক লানিং সেন্টার পরিদর্শনে এসে সামাজিক ক্ষমতায়ন ও আইনি কর্মসুচির চলমান কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করে কমিউনিটি জনগণের আইনি সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews