খুলনা, ১৩ আষাঢ় (২৭ জুন) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে পেশাগত কারণে অসুস্থ, আহত, দুর্ঘটনায় মৃত এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ১১জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে চার লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়।
আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান এসকল চেক বিতরণ করেন ।
পরিচালক জানান, ইতোমধ্যে খুলনা বিভাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। স্বচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা করে এ চেক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালে শ্রমিকদের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের বিপদে পাশে রয়েছে।
চেক বিতরণকালে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।