খুলনা, ২৫ শ্রাবণ (০৯ আগস্ট): খুলনা জেলায় আজ (সোমবার) ১৪ হাজার সাতশত ২৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ সাত হাজার আটশত ৪৪ এবং মহিলা ছয় হাজার আটশত ৮৩ জন। এ পর্যন্ত এক লাখ ৬৬ হাজার সাতশত ৭০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার চারশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট ১০ হাজার দুইশত ৯৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার সাতশত ৪৩ জন, বটিয়াঘাটা এক হাজার দুই জন, দিঘলিয়ায় দুইশত সাত জন, ডুমুরিয়ায় চারশত ২৮ জন, ফুলতলায় চারশত ১৬ জন, কয়রায় তিনশত ৯৪ জন, পাইকগাছায় তিন হাজার পাঁচশত ৯৭ জন, রূপসায় দুইশত ৪০ জন এবং তেরখাদায় দুই হাজার দুইশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন।

সোমবার মহানগরের তিনটি হাসপাতালে এক হাজার তিনশত ৮৪ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার আটশত ৪৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *