৩১.০১.২০২২ খ্রিঃ তারিখ সোমবার সকাল ১২.৩০ টায় খুলনা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪০.০০ লক্ষ টাকা ব্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ক্যাপসুল লিফট উদ্বোধন করা হয়।
নির্মিতি লিফটের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এবং খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার মহোদয় ও খুলনা মাহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব, জনাব বিষ্ণুপদ পাল, উপ পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, খূলনা, অতিরিক্ত জেলা প্রশাস (এল এ), জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, এস এম মাহাবুবুর রহমান সহ জেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি