খুলনা জেলা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। ২৮.০৯.২০২১খ্রিঃ মঙ্গলবার দুপুর ২টায় খুলনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অতঃপর আলোচনা সভা এবং ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা সদর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদকহাসান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, শেখ আবু হোসেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ,খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য এসএম খালেদীন রশিদী সূকর্ণ, জয়ন্তী রানী সরদার, শোভা রানী হালদার, জেসমিন পারভীন জলি, মোঃ কবির হোসেন খান, মোল্যা মোঃ মিজানুর রহমান, সরদার আবু সালেহ, শেখ আবু জাফর, অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, হিসাব রক্ষক সোমা দাশসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানেইলেক্ট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)