খুলনা, ২১ শ্রাবণ (০৩ আগস্ট) : খুলনা বিভাগের কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় কঠোর লকডাউনে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (মঙ্গলবার) তিনশত উপকারভোগীর মাঝে এক লাখ ৬৫ হাজার টাকা এবং দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।