খুলনা, ২৩ শ্রাবণ (০৫ আগস্ট) : খুলনা বিভাগের কুষ্টিয়া, বাগেরহাট জেলাসহ বিভিন্ন জেলায় কঠোর লকডাউনে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) একশত উপকারভোগীর মাঝে এক লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্ত নয়শত উপকারভোগী পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
এদিকে সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সিদ্ধান্তে সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলার বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনায় সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের সহায়তা প্রদানের জন্য আজ (বৃহস্পতিবার) খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর করেন খুলনা প্রিন্সিপাল অফিসের পক্ষে জিএম (ইনচার্জ) মোঃ শফিকুল ইসলাম।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সোনালী ব্যাংক খুলনার ডিজিএম এফএম মনিরুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
=০০০=