খুলনা, ১০ ভাদ্র (২৫ আগস্ট): খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বুধবার) এক হাজার দুইশত ৫৫ উপকারভোগীর মাঝে চার লাখ ১৮ হাজার টাকা এবং এক হাজার দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৪১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন মঙ্গলবার এক হাজার পাঁচশত ১০ উপকারভোগীর মাঝে পাঁচ লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করে।

এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৫১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *