খুলনা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর): ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী আজ (বুধবার) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর বোঝা নয়। তাঁদের জন্য সরকারের নানা ধরণের প্রশিক্ষণ সুবিধা রয়েছে। বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিসিসি’র কনসালটেন্ট মোঃ এনামুল কবির, প্রশিক্ষক সোহেল রানা ও শিবলী আবেদীন বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, ২০ দিনব্যাপী এই প্রশিক্ষণে খুলনা বিভাগের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *