পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ বেতার খুলনার জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান এ সপ্তাহের গানের জন্য বিশেষ রেকর্ডিং করলেন পাটকেলঘাটা তথা সাতক্ষীরার জনপ্রিয় কন্ঠশিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু।
খুলনা বেতারের জনপ্রিয় গীতিকার আব্দুল হামিদের কথায় ও বাংলাদেশ বেতার খুলনার মূখ্য সঙ্গীত প্রযোজক প্রদীপ রাহার সুর ও সঙ্গীত পরিচালনায় গানটি বিশেষ আয়োজনে মঙ্গলবার রেকর্ড করা হয়। গানটি প্রচার করা হবে আজ শুক্রুবার রাত ৮. ১০ মিনিটে।
এ ব্যাপারে সুরকার ও মূখ্য সঙ্গীত প্রযোজক প্রদীপ রাহা বলেন, কন্ঠশিল্পী ইন্দ্রজিৎ এমন একজন শিল্পী যার উপর আমরা সব সময় আস্থা রাখতে পারি। যে কোন ভাব ও বৈচিত্রের গান কে সে এমনভাবে পরিবেশন করে যাতে মনে হয় সে ঐ গানেরই শিল্পী।
ইন্দ্রজিৎ এর গায়কীর নিজস্বতা ও গান পরিবেশনার নৈপূন্যতা যে কোন গান কে এক নতুন মাত্রা এনে দেয়। ইতিমধ্যে এই শিল্পী তার নমনীয়তা, সুন্দর আচরণ ও তার কন্ঠের দক্ষতা দিয়ে বেতারের সকল কলা কুশলীদের মন জয় করে নিয়েছে। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।