1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 1:10 am

খুলনা বেতার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় Wednesday, April 27, 2022
খুলনা, ১৪ বৈশাখ (২৭ এপ্রিল) : বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আজ (বুধবার) বেতারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, রমজান মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাস সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার শিক্ষা দেয়। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
ইফতার ও দোয়া মাহফিলে খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, উপআঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোঃ মোমিনুর রহমান, মোঃ শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মাচারীরা অংশ গ্রহণ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews