রফিকুল ইসলাম : কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ ও সহযোগিতা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে (৭ আগস্ট) শনিবার দেশব্যাপী কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমে সাতক্ষীরা পৌর অভ্যন্তরে ও জেলার বিভিন্ন ইউনিয়নে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন টিকা কেন্দ্র পর্যবেক্ষণ ও টিকাদানে সহযোগিতা করা হয়েছে।

শহরের ৯ টি ওয়ার্ডের টিকা দান কেন্দ্রে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে টিকাদান কার্যক্রমে সহযোগিতা ও পর্যবেক্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কাজী ফিরোজ হাসান, সহ-সভাপতি এ্যাড.সাইদুজ্জামান জিকো, যুগ্ন সম্পাদক শেখ নাজমুল হক রনি, উপ- দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, নিয়াজ মাহমুদ বিমান, রাজীব ফরহাদ, সাবেক জেলা তাতিলীগ নেতা তৌহিদ,পৌর স্বেচ্ছাসেবক লীগের মুজিবুর, বরিউল,আশিক, রানা,জীবন, জাহাঙ্গীর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *