1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 15, 2024, 6:59 am
Title :
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা আসুন, বৈষম্যহীন ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি-ধর্ম উপদেষ্টা সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- হাবিবুল ইসলাম হাবিব মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরার কলারোয়ায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব তালায় আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস পালিত বিশ্ব মান দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা কমপ্লেক্স পরিদর্শন করেন ফারুক ই আজম বীর প্রতীক

গণপরিবহনে পৃথক স্টিকার লাগিয়েছে সিএমপি ও বিআরটিএ

  • আপডেট সময় Saturday, November 13, 2021

চট্টগ্রাম, ২৮ কার্তিক (১৩ নভেম্বর) : ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও ডিজেল চালিত বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোটেম্পু, মাহিন্দ্রা ও ম্যাক্সিমাসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। কিছু কিছু গণপরিবহন যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমত ভাড়া আদায় করছে।

ভাড়া বৈষম্য নিরসনকল্পে আজ সকালে পরিবহন সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে ডিজেল এবং সিএনজি চালিত পরিবহণে পৃথক স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগানোর কাজ শুরু হয়েছে।

শনিবার সকালে নগরীর ষোলশহর ২নং গেইটে ডিজেল চালিত গণপরিবহনে লাল ও সিএনজি চালিত গণপরিবহণে সবুজ স্টিকারসহ ভাড়া নির্ধারণী তালিকা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ আলী হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমতাজ উদ্দিনসহ ট্রাফিক সার্জেন্টগণ।

সকালে নগরীর টাইগারপাস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ শরীফুল ইসলাম ও টিআই (প্রশাসন-দক্ষিণ) অনিল চাকমা।

এদিকে সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ তারেক আহম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক পশ্চি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সামীম কবীর, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মোঃ আরিফ হোসেনসহ ট্রাফিক সার্জেন্টগণ।

সকালে নগরীর কাস্টমস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছত্রধর ত্রিপুরা। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ মিজানুর রহমান ও টিআই (প্রশাসন-বন্দর) মোঃ রেজাউল করিম রেজাসহ বিআরটিএ’র কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews